শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন কৃষিমন্ত্রী
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৫:৫১
শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন কৃষিমন্ত্রী
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।


২৪ জুন, সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এর পক্ষ থেকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামানের পরিচালনায় ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।


এসময় প্রধান অতিথি কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকবে ততদিন আপনাদেরকে ভালো রাখবেন, প্রধানমন্ত্রী বাংলা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।


এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সকল নারী-পুরুষ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


বিবার্তা/কাউছার/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com