
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর রক্তমাখা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
২১ জুন, শুক্রবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে নিজ বসত ঘরে মাসুক মিয়ার মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত ব্যবসায়ী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাসুক মিয়ার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় বসত ঘরের পিছনের বারান্দায় উপুড় হয়ে পড়ে ছিল মাসুক মিয়া। তার ঘাড়ে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে। মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। হত্যা নাকি অন্যকিছু এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]