
ফেনী দাগনভুঞায় গরু লুটের ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ জুন, বৃহস্পতিবার ভোরে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার রাজাপুরে গরুলুটে জড়িত এক ব্যক্তির ভিডিও পাশ্ববর্তি বাড়ির সিসি ফুটেজে রেকর্ড হয়। ভিডিও থেকে নিজাম উদ্দিন (৪৮) নামে একজনকে সনাক্ত করা হয়। ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের আদর্শনগর এলাকার ওজি উল্যাহ মাঝির ছেলে ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্ধুক (এলজি) উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত নিজামের একাধিক ডাকাতি মামলা রয়েছে। রাজাপুরে তার নেতৃত্বে গরুলুট হয়েছে। অস্ত্র উদ্ধারের একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মনির/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]