
সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার সুযোগকে কাজে লাগিয়ে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে ৫ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিদুজ্জামানের নেতৃত্বে উপজেলা সদর, বাদশাগঞ্জ বাজার, গাছতলা বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার অলিদুজ্জামান বিবার্তাকে বলেন, বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, সিলিন্ডার স্টক থাকা সত্ত্বেও বিক্রি না করা সহ বিভিন্ন অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ভিন্ন ভিন্ন অঙ্কে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য মোবাইল কোর্টসহ প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
বিবার্তা/শহীদুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]