
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠ থেকে খায়রুল বাসার (৫৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ জুন, মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত খায়রুল বাসার উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।
তিনি বলেন, খায়রুল বাসার গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী পিয়ারাতলা গ্রামের মা-বাবা ইটভাটা সংলগ্ন মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]