
নওগাঁয় গরুর পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ জুন, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু।
তিনি বলেন, ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী আব্দুর রশিদ ও সাগর গরুর পচা মাংস বিক্রি করায় তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার কাছে থাকা ৮০ কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য ওই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
এসময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম মো. বদরুদ্দোজা জিমেইলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শামীনূর/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]