
রাজশাহীর তানোর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
১৩ জুন, বৃহস্পতিবার সকালে উপজেলার হঠাৎপাড়া ও গোবীরপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বনকেশর এলাকার মো. সানাউল্লাহর ছেলে শমসের আলী (৪৫) এবং গোবীরপাড়া এলাকার মৃত আবু মাসুদের স্ত্রী রোজিনা খাতুন (৪৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার হঠাৎপাড়া এলাকায় একটি ভবনে কাজ করছিলেন রাজমিস্ত্রী শমসের আলী। এ সময় অসাবধানতাবশত তার মাথায় ইট পড়ে। এতে তিনি ও এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শমসেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকালে রোজিনা খাতুন নামে এক নারী পুকুরপাড়ে কাজ করতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যান। এসময় তিনি আর উঠে আসতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, রোজিনার মৃগী রোগ ছিল। সে জন্য হয়ত তিনি পানি থেকে আর উঠতে পারেননি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পৃথক দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দুই জায়গায় পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া মেনে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছেন (ওসি) আব্দুর রহিম।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]