আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৮:২৪
আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর আত্রাইয়ে পশুর হাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা (হাসিল) আদায় এবং রশিদে খাজনার পরিমাণ না লেখায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


১৩ জুন, বৃহস্পতিবার বিকেলে আত্রাই পশুর হাটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ, শিক্ষা ও কল্যাণ) সাকিব বিন জামান।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান জানান, নওগাঁ জেলা প্রশাসন প্রতিটি গরুর ৫০০ টাকা এবং প্রতিটি ছাগলের টোল ২০০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু আত্রাই পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


সরেজমিনে হাটটিতে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদার আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ রকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।


এছাড়া মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের অন্তর্গত চকগৌরী হাটে কোরবানির পশু বিক্রয়ে সরকার নির্ধারিত টোলের অধিক হারে আদায় করায় ইজারাদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা।


বিবার্তা/শামীনূর/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com