পরিচয় মিলেছে টাঙ্গাইলে পিকআপচাপায় নিহতদের
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৭:২৪
পরিচয় মিলেছে টাঙ্গাইলে পিকআপচাপায় নিহতদের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও একজন।


১৩ জুন, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতেরা হলেন, উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে আলমগীর হোসেন বাদশা (৪৮) এবং অপরজন কাশতলা গ্রামের জুয়েল (৪৫)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। জুয়েল তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল এন্ড লাকড়ি মিলের পশ্চিম পাশে রাস্তার ওপর মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাটাইল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে চিকিৎসক আলমগীর হোসেন বাদশাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলের অপর আরোহী জুয়েলকে কালিহাতী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। কদমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এছাড়া আরেকজনকে কালিহাতী হাসপাতালে নেয়ার পর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/বাবু/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com