
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১৩ জুন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী এলাকার সিরাজপুর সাহেবনগর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জের পাইকাপন এলাকার কৌসর আলম ছেলে শাহিন মিয়া (২৮) এবং একই এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২)। এ ঘটনায় আহত লেগুনার চালক নাইম (১৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া সুনামগঞ্জগামী শ্যামলী বাসের সঙ্গে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত আরেকজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, দুর্ঘটনার পর রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত লেগুনা ও বাসটিকে পুলিশ জব্দ করেছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]