
পিরোজপুরের নাজিরপুরে নজর কেড়েছে খামারী আনোয়ার শেখের কালাবাবু। উপজেলার মাটিভাঙ্গা ইউনয়নের চর বানিয়ারী গ্রামের আনোয়ার শেখের বাড়িতে ২০ মন ওজনের কালাবাবু দেখতে ভিড় করছেন ব্যবসায়ীসহ উৎসুক জনতা।
জানা গেছে, জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনয়নের চর বানিয়ারী গ্রামের সৈাদি ফেরত আনোয়ার শেখ। প্রায় ২ যুগ বিদেশ থেকেছেন। সেখানে থাকা অবস্থায় তিনি তার বাড়িতে বানিজ্যিকভাবে শুরু করেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু খামার। তার খামারে গরুর সংখ্যা আটটি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রি করতে প্রস্তুত করছেন কালাবাবুকে।
আনোয়ার শেখ দাবি করেন জেলায় এবারে ঈদুল আজহার সবচেয়ে বড় গরু এটি। ছয় ফুট উচ্চতা, আট ফুট লম্বা ও তিন বছর ছয় মাস বয়সের ‘কালাবাবুর ওজন আনুমানিক ২০ মণ। দাম হাঁকা হচ্ছেন ৬ লাখ টাকা।
আনোয়ার হোসেন জানান, তিন বছর আগে স্থানীয় দীঘিরজানের বাজার থেকে ৬৫ হাজার টাকায় কিনে আনেন ছয় মাস বয়সী এই ষাড় গরুর বাচ্চকে। কিনে আনার পর থেকে তার স্ত্রী সাবান বেগম ওই গরুটি লালন পালন করেন। তার নাম রাখেন কালাবাবু। গরুটি ক্রয় করতে জেলা ও পাশর্^বর্তী জেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন। কাঙ্খিত দাম পেলেই গরুটি ছেড়ে দিবেন বলে জানান আনোয়ার হোসেন।
আনোয়ারের স্ত্রী সাবান বেগম জানান, তার কোন ছেলে সন্তান নেই তাই তার সন্তানের মত এটিকে তিনি পালন করেছেন। কোন ক্যামিক্যাল নয়, দেশীয় খাবার খাইয়ে গরুটি পালন করেছেন। খৈল, ভুসি, ভুট্টা আর কাঁচা ঘাসের পাশাপাশি পাকা কলা খাওনো হয়। দৈনিক প্রায় ৩০-৪০টি পাকা কলা খায় কালাবাবু। আর বাড়ির পাশের স্থানীয় মাপের প্রায় ১০ কাঠা জমিতে ঘাষ চাষ করে সেই ঘাষ খাওনো হয় কালবাবুকে।
আনোয়ার শেখের ছোট জামাতা রাসেল খান, সাধারণত প্রতিদিন সকাল বিকাল গোসল করানো হলেও গরমের সময় দৈনিক ৩ বার গোসল করানো হয় কালাবাবুকে। আর দিনরাত ফ্যান চালিয়ে রাখা হয়। বিশাল আকৃতির কালাবাবুকে লালন পালন করেন ৩/৪ জন ব্যাক্তি। তবে অত্যন্ত শান্ত প্রকৃতির কালাবাবুকে পালন করতে কোন বেগ পেতে হয়নি পরিবারকে।
নাজিরপুর উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডাক্তার মো. তরিকুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পালনে সাধারণ খামারীরা আগ্রহী হয় না। তবে আনোয়ার শেখ সফল হয়েছে। গরুটিকে যাতে কোন প্রকার কেমিক্যাল খাবার না খাওয়ানো হয় সেই বিষয় সবর্দা পরার্মশ প্রদান করেছি। তবে আনোয়ার শেখের দেখাদেখি তার গ্রামের বাড়ির আশে পাশে অনেকেই এই ফ্রিজিয়ান জাতের গরু পালনে আগ্রহী হয়ে উঠেছে।
বিবার্তা/তাওহিদুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]