কাউখালী শিয়ালকাঠি ব্রিজ ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন ৯ গ্রামের মানুষ
প্রকাশ : ১২ জুন ২০২৪, ২০:০৫
কাউখালী শিয়ালকাঠি ব্রিজ ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন ৯ গ্রামের মানুষ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'মোগো এই ভোগান্তির শেষ হবে কবে ভালো ব্রীজটা ভাইঙ্গা, নতুন ব্রীজ করার লাইগা ৫ বছর ধইরা হালায় রাখছে, দিছিলে একটা চার বন্যায় হেডাও ভাইঙ্গা গেছে। মোগোই দুর্ভোগ যে কবে শেষ হবে' আক্ষেপ করে এ কথা বলছিলেন ৭০ বছরের বৃদ্ধ আ. সোরাফ হাওলাদার।


পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের সামনে ৯টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই ব্রীজটি। গুরুত্বপূর্ণ ব্রীজটি নির্মাণ কাজ দীর্ঘ পাঁচ বছর ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চলাচলের জন্য ঠিকাদার ও স্থানীয় জনগণ সহায়তায় একটি সাঁকো দিয়ে এতদিন পারাপার করলেও ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে সে সাঁকোটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।


আর এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই এলাকার দুই পাড়ের প্রায় ২২ হাজার মানুষ। জনগুরুত্বপূর্ণ এই এলাকায় রয়েছে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, সমাজসেবা অফিস, এনজিও, জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয, জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলোইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী জোলাগাতী ফাজিল মাদ্রাসা, সহ বিভিন্ন প্রতিষ্ঠান।


দুই পাড়ের নয়টি গ্রাম শিয়ালকাঠি, জোলাগাতি, ফলোইবুনিয়া, মোল্লারহাট, শাপলাজা, শংকরপুর, পাংগাসিয়া, পার্শ্ববর্তী ভান্ডারিয়ার ভিটাবাড়ি, রাজাপুরের একটি অংশের মানুষের একমাত্র চলাচলের মাধ্যমে এই ব্রীজটি নির্মাণ কাজ বন্ধ থাকার পরেও তারা সাঁকো দিয়ে পারাপার করতো। ঘূর্ণিঝড়ের সাঁকোটি ভেঙে যাওয়ায় ১৫ দিন ধরে এসব গ্রামের মানুষের চলাচলের এই মাধ্যমটি বন্ধ থাকায় প্রায় ১০-১৫ কিলোমিটার ঘুরে তাদের চলাচল করতে হয়েছে।


ঠিকাদার একটি খেয়ার ব্যবস্থা করে দিলেও টাকা না দেওয়ায় গত দুইদিন পর তা বন্ধ হয়ে গেলে স্থানীয় লোকজন আবার একটি নৌকা এনে খেয়া পারাপারের ব্যবস্থা করে চলাচলের ব্যবস্থা করছে এখন তাদের এই ঝুঁকিপূর্ণ খেয়া একমাত্র ভরসা।


জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পরিষদের সামনে পাঙ্গাশিয়া খালের উপর প্রায় ৬ কোটি টাকা ব্যয় আরসিসি গার্ডার ব্রীজ পাঁচ বছর আগে সেতুর কার্যাদেশ পেয়ে দুই বছরের অধিক সময় ধরে ব্রীজটি ভেঙে নির্মাণ কাজ শুরু করলেও ১০% নির্মাণ কাজও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৫ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৩৭ মিটার আরসি গাডার ব্রিজের টেন্ডার হয়। ২০১৯ সালের অক্টোবর মাসে এক বছরের চুক্তিতে নির্মাণ কাজটি শেষ করার কথা থাকলেও দফায় দফায় সময় বৃদ্ধি করে পাঁচ বছরেও কাজটি শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান।


উল্লেখ্য খালের উপর থাকা পূর্বের আয়রন ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য পাইলিং-এর কাজ শেষ করে ফেলে রাখে ঠিকাদার প্রতিষ্ঠান। যার ফলে স্থানীয় মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।


ইউপি সদস্য রুবেল জানান, এখানে একটি ভালো ব্রীজ ছিল, নতুন করে ব্রীজ করার জন্য বছরের পর বছর ধরে পুরান ভেঙে রেখেছে। আমাদের এখানে জনগুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে প্রতিদিনই কমপক্ষে কয়েক হাজার লোক যাতায়াত করে।


স্থানীয় তরুণ সমাজসেবক রাসেল রাড়ী জানান, খালের দুই পাড়ের জনগণসহ হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তি শিকার হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে নুরুল আমিন মাঝে মাঝে ব্রীজর নির্মাণ কাজ করেন আবার বন্ধ করে দেন। যার ফলে এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই, কবে এই ব্রিজের নির্মাণে কাজ শেষ হবে তা ঠিকাদারি ভালো জানেন। ইতিমধ্যে আমরা এ বিষয়ে বহুবার মানববন্ধন প্রতিবাদ করেছি কিন্তু কোন কাজ হয়নি।


জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা ঝুঁকির ভিতরে ছোট্ট নৌকা পার হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়া করে। এখন ছোট-ছোট ছাত্র-ছাত্রীরা এই মাঝির নৌকায় পারাপার করায় জীবনের ঝুঁকির আশঙ্কা রয়েছে এ নিয়ে আমরা এখন চিন্তিত।


ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মো. নুরুল আমিন বলেন, আমরা শীঘ্রই সেতুটি নির্মাণ করে ফেলব আমাদের কাজ চলমান রয়েছে।


শিয়ালকাঠী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, এই সেতুটি ইউনিয়নের অতি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি নির্মাণে বিলম্ব হওয়ার কারণে এলাকাবাসীর খুবই সমস্যা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কাজটি শেষ করছে না।


এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।


বিবার্তা/তাওহিদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com