গৌরীপুরে পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৯:৪৩
গৌরীপুরে পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতায় বস্ত্র অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষি অংশগ্রহণ করেন।


বুধবার (১২ জুন) গৌরীপুর পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষণের উদ্বোধন করেন- গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ। এসময় তিনি পাট চাষির মাঝে পাটের তৈরি উন্নতমানের ব্যাগ বিতরণ করেন।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন পলি, ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত উল্লাহ আকন্দ।


গৌরীপুর পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া সুলতানার সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন, ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এটিএম আলমগীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাবির ইবনে হাবিব, পাট উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের অফিস সহকারী তাহেরা ইতি প্রমুখ।


জানা যায়, পাট চাষে উদ্বুদ্ধ করতে প্রতিবছর উপজেলায় পাট চাষিদের এক কেজি পাট বীজ ও ১২ কেজি সার বিনামূল্যে বিতরণ করে সরকার।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com