
কোরবানির ঈদের আগেই সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহবান জানিয়েছেন শিল্প পুলিশ-এক এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন।
১২ জুন, বুধবার দুপুরে সাভারের উলাইল এলাকায় শিল্প মালিক ও শ্রমি্কদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
শিল্প পুলিশ সুপার এসময় বলেন, এই তিনটি থানা এলাকায় অনেক তৈরি পোশাক কারখানা রয়েছে তাই শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করলে শ্রমিকরা নিবিঘ্নে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে দেশের বাড়িতে যেতে পারবেন।
কারখানাগুলোর প্রতি গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে যাতে করে কেউ শ্রমিকদের বেতন না দিয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, শিল্প পুলিশের এএসপি আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]