ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেয়ে খুশি ১৩ হাজার পরিবার
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৭:১৫
ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেয়ে খুশি ১৩ হাজার পরিবার
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।


বুধবার (১২ জুন) সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবর্নিবাচিত ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহানাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।



জানা গেছে, এ উপজেলার কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি, ধানশাইলে ১ হাজার ৬৮৮টি, নলকুড়ায় ২ হাজার ১৯৩টি, গৌরিপুরে ১ হাজার ২৩০টি, ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫টি, হাতিবান্দায় ৯২৯, মালিঝিকান্দায় ১ হাজার ৯৬৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তার ইউনিয়নে মোট ২ হাজার ১৭৫ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়।


বিবার্তা/জাহিদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com