
নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর কোরবানির পশুহাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১ জুন, মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এর আগে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতুর নেতৃত্বে হাট চলাকালীন সময় বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু বলেন, কীর্তিপুর পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
বিবার্তা/শামীনূর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]