মধ্যনগরে নির্বাচন পরবর্তী হামলায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৯:১৩
মধ্যনগরে নির্বাচন পরবর্তী হামলায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের মধ্যনগরে নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


১১ জুন, মঙ্গলবার বিকেল তিনটায় মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মধ্যনগর ধান চাল আড়তদার সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নবগঠিত মধ্যনগর উপজেলার বিজয়ী চেয়ারম্যান আ. রাজ্জাক ভুঁইয়া।


উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাক আহমদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহাআলম প্রমুখ।


এসময় বক্তারা গত ৭ জুন সাতুর নতুন বাজারে বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য, গত ৫ জুন নবগঠিত মধ্যনগরে প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আ. রাজ্জাক ভুঁইয়া ২ হাজার ৯ শত ৩৭ ভোটের ব্যবধানে সাইদুর রহমানকে পরাজিত করেন।পরে গত ৭ জুন সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হন।


বিবার্তা/শহীদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com