সাভারে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১২:৪৫
সাভারে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শিক্ষক হারুন অর রশিদকে (৩৬) অপহরণ করে কুপিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।


গ্রেপ্তারকৃতরা হলেন ফখরুল মোল্লা (৪৫), মো মুকুল মোল্লা (৪৬), ইদ্রিস মোল্লা (৪০)। তারা সবাই সিরাজগঞ্জ জেলার।


১০ জুন, সোমবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, নিহত ভিকটিম হারুন-অর-রশিদ খান পাবনা জেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উচ্ছৃঙ্খল জীবন যাপন ও পরকীয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিন মাস আগে নিহত হারুন ইসলামি শরিয়াহ মোতাবেক তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভিকটিমের শ্বশুর গ্রেফতারকৃত অন্যতম প্রধান আসামি ফখরুল মোল্লাসহ অন্যান্য আসামিরা ২৪ মে রাতে অস্ত্রের মুখে ভিকটিম হারুনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং স্কুল মাঠের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।


এসময় হারুনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলর দিকে এগিয়ে আসলে আসামিরা লোকজনের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে ঐরাতেই চিকিৎসাধীন অবস্থয় তার মৃত্যু হয়।


এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com