
মাদারীপুরের ডাসারে বাসচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (৭ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে সড়কের ওপরে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কাছে ছুটে যান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিজয় রায় বলেন, দ্রুতগতির যানবাহনের আঘাত পেয়ে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৬৫-৬৮ বছর হতে পারে। তার পরিচয় নিশ্চিতে হাই'ওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]