
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ও আরএমও ডা. ফরহাদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, ভ্যাটেনারি সার্জন তানভিক জাহান, চেয়ারম্যানের অ্যাসোসিয়েশনের সভাপতি মো মোশাহেদ চৌধুরী বাবলু, দরবস্ত ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, শাখাহার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মন্ডল শিবলু প্রমুখ।
এছাড়াও মাসিক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]