
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাকীতে সিগারেট না দেওয়ায় হামলার স্বীকার হয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. ফারুক ভূইয়া নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৬ জুন, বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মারা যান।
জানা গেছে, এর আগে গত শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ফারুক ভূইয়া (৩০) উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত নুরু ভুঁইয়ার পুত্র।
নিহতের স্ত্রী রিজিয়া বেগম জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার পূর্ব পাশে তার স্বামী ফারুক ভুঁইয়ার চায়ের দোকান চালাতেন। গত শুক্রবার (৩১ মে) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্থানীয় শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর কাছে বাকীতে সিগারেট নিতে চায়। এ সময় তার স্বামী তাদের কাছে আগের পাওনা ১৪ শত টাকা চায় এবং বাকীতে সিগারেট দিতে পারবে না বলে।
এতে ক্ষিপ্ত হয়ে শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর উপর লোহার রড দিয়ে হামলা চালায়। এতে তার স্বামী ফারুক ভূইয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখানের চিকিৎসক তার স্বামীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বাকীতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকান মালিকের উপরে এ হামলা করা হয়েছে। ৩১ মে রাতে এ হামলার ঘটনা ঘটে। পরে ৪ জুন ফারুক ভুঁইয়ার স্ত্রী রিজিয়া বেগম তিন জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/তাওহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]