
‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
৬ জুন, বৃহস্পতিবার দুপুর ১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলা।
জেলা খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে।
পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপ-পরিচালকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনজুর এ মওলা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।
এ সময় কৃষি অফিসের কর্মকর্তাসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।
বিবার্তা/শামীনূর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]