
পিরোজপুরের নাজিরপুরে পুরানো উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানকে রাজকীয় বিদায় দিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন।
৬ জুন, বৃহস্পতিবার উপজেলা পরিষদের উদ্যোগে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
পরে নতুন চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খানকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, নাজিরপুর উপজেলা এর আগে বিদায়ী চেয়ারম্যানকে এমন ভাবে সম্মাননা অনুষ্ঠান উপজেলায় এই প্রথম।
উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন খান জানান, দীর্ঘদিন উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করে মানুষের খেদমত করার চেষ্টা করেছি। নিজে অসুস্থ জন্য এইবার নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আজকে আমাকে যে সম্মাননা জানান হল তাকে আমি উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞ।
এ সময় নাজিরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নতুন চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিক শাহীন ও বিদায়ী চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিবার্তা/তাওহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]