
মাদক বিক্রিতে বাধা প্রদান করায় সাভারে নৃশংসভাবে খুন হয়েছেন এক গৃহবধূ।
৬ জুন, বৃহস্পতিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের নির্জন এলাকা খনিজনগর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, খনিজনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে একটি এনজিওতে চাকরি করে আসছিলেন সীমা আক্তার। গেল দুই জুন সন্ধ্যায় মাদক ব্যবসায়ী স্বপন, সাইফুলসহ বেশ কয়েকজন তাকে বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে অপহরণ করেন। এসময় স্থানীয়রা বাধা দিলে মাদক ব্যবসায়ীরা তাদেরকে হত্যার হুমকি দিলে কেউ আর বাধা দেননি। পরে মাদক ব্যবসায়ী স্বপন তার নির্জন জায়গায় নিজের বাড়িতে নিয়ে তাকে গলা টিপে হত্যা করে। এসময় ওই গৃহবধূ মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে তাকে একটি ছোট পুকুরে চুবিয়ে রাখা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে মাদক ব্যবসায়ী স্বপন তার নিজ বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখেন। এসময় লাশের সাথে পাথরও দেওয়া হয় যাতে করে কেউ বুঝতে না পারে।
পরে নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবিও অভিযোগটি তদন্ত শুরু করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সাভার থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওই নারীকে হত্যার কথা স্বীকার করলে বিকেলে তাকে নিয়ে স্বপনের বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় সীমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের মূল হোতা স্বপনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে বাকি আসামীদেরকে আটকে অভিযান চলছে। খুন হওয়া গৃহবধূর সন্তানরা নিজ জেলা মাদারীপুরে থাকেন ও স্বামী সৌদি আরবে থাকেন।
অপরদিকে মানিকগঞ্জের সিংগাইরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।
এছাড়াও সাভারের গেন্ডা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]