
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৬ জুন, বৃহস্পতিবার উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শনে যান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এসময়ে ৩০টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার মাঝে ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি তোবারেক হাওলাদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিপন, যুগ্ম সম্পাদক ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
পরে উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী তার ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বলেন, এ এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। গত ২৫ মে ঝড়ের আগের দিন থেকে আজ পর্যন্ত আমি সাধারণ মানুষের পাশে আছি। আমার এলাকার মানুষ গরিব ও অসহায় সুতরাং তাদের দুর্দিনে তাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
বিবার্তা/শামীম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]