নির্বাচনি দায়িত্ব পালনে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:৩৫
নির্বাচনি দায়িত্ব পালনে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।


বুধবার (৫ জুন) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মৃত শহিদুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভায়রাচর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি জেলার দুপচাঁচিয়া থানায় কর্মরত ছিলেন। এরআগে মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন।


নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, ‘বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন শফিকুল। ভোটের আগের রাত মঙ্গলবারে তিনি কেন্দ্রে যাওয়ার পরেই বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসার জন্য দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সকালে পরিবারের সদস্যরা গিয়ে তাকে দুপচাঁচিয়া নিয়ে যান।’


দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, সকালে তিনি বাড়িতে ফেরার পর আবারও অসুস্থতা অনুভব করেন। সেখান থেকে প্রথমে তাকে পুলিশ লাইন্স হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।


শহিদুল ইসলাম ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে বাহিনীটির বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। সবশেষ ২০২২ সালে আক্কেলপুর থানা থেকে তিনি বদলি হয়ে দুপচাঁচিয়া থানায় যোগদান করেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com