দিনাজপুরের নবাবগঞ্জে তাজওয়ার মোহাম্মদ ফাহিম চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০১:৩৬
দিনাজপুরের নবাবগঞ্জে তাজওয়ার মোহাম্মদ ফাহিম চেয়ারম্যান নির্বাচিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা নিজামুল ইসলাম (শিশির)।


বুধবার (৫ জুন) রাতে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাফিদ মোস্তফা এই ফল ঘোষণা করেন।


তিনি জানান, ঘোড়া প্রতীকে তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) ৪৯ হাজার ৯'শ ৩১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মো. নিজামুল ইসলাম (শিশির) পেয়েছেন ১৫ হাজার ১৫৫ ভোট।


এছাড়া আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পেয়েছেন ৩৭১ ভোট।


নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথা মতে, ১ লাখ ১৪ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৬৭ হাজার ১১০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র ৭৩ টি। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৩৪:৫৮ শতাংশ ভোট প্রদান করেছেন।


এদিকে ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) চশমা প্রতীক নিয়ে মোঃ আইনুল হক চৌধুরী ২৬ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে মো. আফতাবুজ্জামান ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৪১।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মোছাঃ শাবানা খাতুন ২৩ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ২৫৪।


বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে খানিকটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে নবাবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়, কোথাও কোনও গোলযোগের ঘটনা ঘটেনি।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com