গাইবান্ধায় ঘাঘট লেকের দখল রোধের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ২০:০৫
গাইবান্ধায় ঘাঘট লেকের দখল রোধের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা শহরের ঘাঘট লেকের দখল রোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।


৫ জুন, বুধবার সকালে শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন ঘাঘট লেকের পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সহায়তায় এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।


মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের জেলা সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, জিয়াউল হক কামাল, সনাক সদস্য এবং সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান ও ইয়েস প্রতিনিধি মেহেদী হাসান। এতে সংহতি জানিয়ে বক্তৃতা দেন গাইবান্ধা পরিবেশ আন্দোলনের ওয়াজিউর রহমান রাফেল, জিয়াউল হক জনি, আফরোজা লুনা ও সাজ্জাদ হোসেন। মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য শিরিন আকতার।


এসময় বক্তারা ঘাঘট লেকের দুইপাড়ে দখলদারদের দখলকৃত জমি ছেড়ে দেয়া, কচুরিপানা পরিস্কার করে সৌন্দর্যময় করা, দুইধারে হাঁটার পথ তৈরি করা, মশার উপদ্রব কমাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা আবর্জনা না ফেলতে জনগণকে আহ্বান জানান।


বিবার্তা/খালেক/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com