
'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা' এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
৫ জুন, বুধবার দিবসটি উপলক্ষ্যে জেলা সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।
দিবসটি নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শিশু একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া উন্নয়ন ব্যাংকের পরিবেশবিষয়ক গবেষক মো. রকিবুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, পরিবেশের প্রতি আমাদের মায়া নেই, নিজের প্রতি মায়া নেই, দেশের প্রতি মায়া নাই বলেই আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করছি।
এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তোয়াহা ইয়াসিন, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূূরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. নাজমুল হক, থার্মেক্স গ্রুপের পক্ষে শেখ মো. মোস্তাফিজুর রহমান, মাস্কো গ্রুপের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মীর সিরাজুল হক।
আলোচনা শেষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]