ধর্মপাশায় কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে কৃষক সমাবেশ
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৯:৪৮
ধর্মপাশায় কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে কৃষক সমাবেশ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ উপলক্ষ্যে কৃষক সমাবেশ, আলোচনা সভা ও বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


৪ জুন, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ধর্মপাশা উপজেলার ইএলএসআরপি প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। সংস্থার ধর্মপাশা উপজেলার মাঠ সহায়ক এম এ মাসুদ ও মুজিবুর রহমান সৌরভের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন।


এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, জয়শ্রী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি সাথী আক্তার প্রমুখ।


পরে বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান আদিবাসী ও সাধারণ নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীরা গানে গানে কেচু সার উৎপাদন ও উপকারিতা, বাজার নির্ভরশীলতা কমাতে বাড়ির আঙ্গিনায় সবজি চাষসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক গান পরিবেশন করেন।


এ সময় কৃষক মাঠ স্কুলের সদস্য, জনপ্রতিনিধি শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শহীদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com