
পিরোজপুরের ইন্দুরকানীর দুর্গম চরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
৪ জুন, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সাউথখালী দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দুর্গম এ চরে কয়েক হাজারেরও বেশি মানুষ থাকলেও তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
এ সময় পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার ইশতিয়াক আহমেদ, ডাক্তার মাহবুবুর রহমান আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
এ বিষয়ে জেলা যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ইন্দুরকানীর দুর্গম এলাকা সাউদখালীতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পিরোজপুর জেলায় এ কর্মসূচি চলমান থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মহিবুল হাসান অপু, লিমন হাওলাদার, চুন্নু সিকদার, শামিম সিকদার, রাশেদ আহম্মেদ সুপন, ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।
বিবার্তা/শামীম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]