
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে ফরিদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু ও ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
৪ জুন, মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের পানা মিয়ার ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের শাহজালাল ও তার ছেলে সবুজ।
সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান- ফরিদ মিয়াসহ কয়েকজন সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে জমিতে খড়ের কাজ করার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ফরিদ মিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, ঘটনাটি শুনেছি এবং তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]