
রাজধানীর মগবাজারে একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে সোমা আক্তার (২৬) নামের এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন।
৩ জুন, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতকে (ঢামেকে) নিয়ে আসা ওই ভবনের নিরাপত্তাকর্মী খোকন মিয়া জানান, সোমা আক্তার মগবাজার জাতীয় আইন কলেজের গলির ওরিয়েন্ট পয়েন্ট অ্যাপার্টমেন্টের ২/৪ নম্বর বাসায় কাজ করতেন। আজ বিকেলে অ্যাপার্টমেন্টের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, নিহত সোমা মাত্র এক সপ্তাহ আগে বৃদ্ধ আজম দম্পত্তির বাসায় কাজ নেয়। এর আগে যে গৃহকর্মী ছিল তার বিয়ে হয়ে গেছে, সেজন্য সে দেশে চলে গেছে। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে এটা আমরা বলতে পারছি না।
সোমা আক্তার সুনামগঞ্জ জেলার জামালবাজ থানার শান্তিগাঁও গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]