
সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মো. ইউনুস আলী (২২) নামের ওই কয়েদি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।
৩ জুন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ৬ মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার কারাগারের একটি ওয়ার্ড থেকে ইউনুস আলীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনূছ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন ‘সহকারী হেড ওয়ার্ড’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]