রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৭:১৩
রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুর রহিম (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


২ জুন, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।


আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দুর রউফের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত এক যুবককে (আব্দুর রহিম) মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।


আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফা মিয়া তার মেয়ে ফাতেমাকে (১৯) রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দুর রউফের ছেলে আব্দুর রহিমের সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে আব্দুর রহিমকে নগদ ৫০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে দেন তিনি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে এক লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে আব্দুর রহিম।


তিনি আরও বলেন, যৌতুকের এই টাকার জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে আব্দুর রহিম। ২০১৮ সালের ৫ নভেম্বর সকাল থেকে দুপুরের কোনো একসময় ফাতেমাকে মারধর করে হত্যা করে আব্দুর রহিম। এরপর হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফাতেমার বাবা মোস্তফা মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com