পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৮:৩৮
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুর সদর উপজেলার বাদুড়া গ্রামে পুকুরের পানি থেকে বল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।


মৃত রায়হান সদর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা জোবায়ের হাওলাদারের পুত্র ও স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।


স্থানীয়রা জানায়, ১ জুন, শনিবার সকালে বন্ধুদের সাথে বাড়ির সামনে মাঠে বল খেলছিল রায়হান। বলটি পাশের একটি পুকুরে পরে গেলে রায়হান বল তুলতে পুকুরে নামে। এ সময় পুকুরের পাশে থাকা বিদ্যুতের খুঁটির একটি তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় রায়হান।


স্বজনরা ও স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com