‘কোনো স্মার্টনেসের সঙ্গে ধূমপান জিনিসটি যায় না’
প্রকাশ : ৩১ মে ২০২৪, ২১:১৪
‘কোনো স্মার্টনেসের সঙ্গে ধূমপান জিনিসটি যায় না’
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, স্মার্ট বাংলাদেশের চারটা ভিত্তি হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি। এমন কোনো স্মার্টনেসের সঙ্গে কিন্তু ধূমপান জিনিসটি যায় না।


৩১ মে, শুক্রবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে রাজশাহীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


দিবসটি উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে তামাকদ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় ও দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।


এতে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, স্মার্ট বাংলাদেশের চারটা ভিত্তি হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি। এমন কোনো স্মার্টনেসের সঙ্গে কিন্তু ধূমপান জিনিসটি যায় না।


প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪০ সালের মধ্যেই আমরা ধূমপান থেকে মুক্তি পেতে চাই। মুক্তিলাভের জন্য আমাদের সমন্বিত পদক্ষেপে অগ্রসর হতে হবে। আমাদের তাই আরও বেশি সচেতন হতে হবে।


তিনি বলেন, বর্তমানে পৃথিবীতে ১২৫টি দেশে প্রায় ৪০ লাখ হেক্টর জমিতে তামাক চাষ হয়। বেশিরভাগ দরিদ্র দেশগুলোতেই এর চাষাবাদ হচ্ছে। তামাক পাতা শুকানোর জন্য বনভূমি উজাড় করে কাঠ সংগ্রহ করা হয়। তামাক চাষে বাংলাদেশ বিশ্বের ২০৪টি দেশের মধ্যে ১৩তম উল্লেখ করে তিনি এ অবস্থার বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। তামাক কোম্পানিগুলো বিজ্ঞাপন, চলচ্চিত্র ও অন্যান্য প্রচার মাধ্যমে তামাক সেবনকে তথাকথিত স্মার্টনেস হিসেবে দেখানোর যে বিপণন কৌশল অবলম্বন করছেন তা অবিলম্বে বন্ধ করার কথা বলেন।


তিনি আরও বলেন, প্রশাসন এসব প্রতিরোধে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’- এর আওতায় তামাক কোম্পানির অপতৎপরতা ও কূটকৌশল রোধে বিভিন্ন অভিযান ও কর্মতৎপরতা অব্যাহত রেখেছে।


এসময় তিনি উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তারা কেন ও কীভাবে মাদক সেবনে জড়িয়ে পড়ছে সে বিষয়ে তাদের অভিমত নেন এবং এর থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেন।


বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর বলেন, জীবনে হতাশা ও চ্যালেঞ্জ থাকতেই পারে। তামাক সেবনকে হতাশা নিরাময়ের উপায় হিসেবে গ্রহণ করা যাবে না। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে তোমরাই একসময় নেতৃত্ব দেবে। সরকারি চাকরিতে প্রবেশকালে প্রত্যেক চাকরিপ্রার্থীকে ডোপটেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে।


এছাড়া চাকরিরত কর্মচারীদের এসিআর প্রতিবেদনে ডোপটেস্ট করানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও যেকোনো ধরনের তামাক ও তামাকজাত দ্রব্য সেবনে নিষেধাজ্ঞা রয়েছে তা উল্লেখ করে সবাইকে এ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন ও আবু সালেহ আশরাফুল আলম, আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষণ ব্যানার্জী।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com