
ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় ফেনী জেলায় ২ লাখ ৫৬ হাজার ২০৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
২৮ মে, মঙ্গলবার সকাল ১১টায় ফেনী সিভিল সার্জন অফিসের এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন।
সিভিল সার্জন জানান, ১ জুন শনিবার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩২ হাজার ৩শ ৭১ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৮৩৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয় হতে দেয়া তথ্য মতে, এবার ফেনী জেলায় মোট অস্থায়ী ১ হাজার ১৩০টি কেন্দ্রে স্থায়ী ৮টি কেন্দ্রে, ভ্রাম্যমাণ ৪টি কেন্দ্রসহ মোট ১১৪২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬ শ ৪৯ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৮৩৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুলসহ সর্বমোট ২ লাখ ৫৬ হাজার ২০৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রতি কেন্দ্রে দুইজন করে ফেনীর সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য, স্বাস্থ্যকর্মী সব মিলিয়ে ৭০০ থেকে ৮০০ জন এই ক্যাম্পেইনে কাজ করবে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, মেডিকেল অফিসার রাশেদুল হাসান, ডা. মির্জা মিনহাজুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]