লক্ষ্মীপুরে অস্বাভাবিক হারে বাড়ছে জোয়ারের পানি
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৭:৪০
লক্ষ্মীপুরে অস্বাভাবিক হারে বাড়ছে জোয়ারের পানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে লক্ষ্মীপুরে তীব্র ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। ২৭ মে, সোমবার দুপুর সাড়ে ১২টার পর থেকে জেলায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ হচ্ছে।


কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর জানান, দুপুরের পর থেকে নদীতে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন বাড়ির আঙ্গিনায় প্রবেশ করেছে পানি। ঝড়ে অনেকগুলো ঘরও বিধ্বস্ত হয়েছে।


এদিকে গেল রাতজুড়ে অতিবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেঘনার উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। অতিরিক্ত জোয়ারের পানির কারণে তাদের নৌকা ভেসে গেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলা শহরের আবিরনগর, পিয়ারাপুর, দালাল বাজার, জকসিন ও চৌরাস্তা বাজার এলাকায় ছোট-বড় অনেক গাছ উপড়ে পড়ছে। এছাড়া আশপাশের ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টানা দু’দিনের বৃষ্টির কারণে।


এ বিষয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে গাছপালা ও বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এগুলোর তালিকা করার জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, লক্ষ্মীপুরে ১৮৯টি স্থায়ী ও অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় মানুষের সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম কাজ করছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com