আশুগঞ্জ মোকামে দরপতন, ধানের কাঙ্খিত দাম পাচ্ছে না কৃষক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১৪:২৭
আশুগঞ্জ মোকামে দরপতন, ধানের কাঙ্খিত দাম পাচ্ছে না কৃষক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার অশুগঞ্জ মোকামে কমছে ধানের আমদানি। বৃহত্তর হাওড়াঞ্চলের কৃষক ও ব্যাপারীরা প্রতিদিন নদীপথে ৫০/৬০ হাজার মণ ধান নিয়ে আসলে ও এখন তা কমে দাঁড়িয়েছে ১৫/২০ হাজার মণে।


ব্যাপারীরা জানান, দরপতন হওয়ায় মোকামে কমছে ধানের কেনা বেচা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে।


পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধানের মোকাম। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জসহ হাওড়াঞ্চলের উৎপাদিত ধান নদীপথে কৃষক ও ব্যাপারীরা নিয়ে আসছেন এই মোকামে। প্রতিদিন এই মোকামে ৬০/৭০ হাজার মণ ধান কেনা-বেচা হতো। তবে কাঙ্খিত দাম না পাওয়ায় মোকামে কমেছে ধানের আমদানি।


দূর-দূরান্ত থেকে ধান নিয়ে আসা কৃষক ও ব্যাপারীরা জানান, এবার ফলন ভাল হলেও মোকামে প্রতিমণ ধান যে দামে বিক্রি হচ্ছে তাতে তাদের উৎপাদন খরচ উঠছে না। বর্তমানে প্রতিমণ মোটা ধান ৮শ থেকে ৯শত এবং চিকন ধান ৯শ থক ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।


ব্যাপারীরা আরও জানান, কৃষকদের কাছ থেকে কেনা ধান স্বল্প লাভেই বিক্রি করতে হচ্ছে। বর্তমান দাম ধান বিক্রি করে তাদের পরতা হচ্ছে না। এত দূরদূরান্ত থেকে ধানের আমদানি কমে গেছে।


দাম কমার পিছনে কৃষকেরা সিন্ডিকেটকে দায়ী করলেও আড়তদাররা জানান, নতুন ধান মোকামে আসায় ধানের দর কিছুটা কমেছে। এখানে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নাই।


এদিকে ধানের দাম কম হওয়ার প্রভাব পড়ছে চালের বাজারেও। জেলার সবচেয়ে বড় চালের বাজার আনন্দ বাজারে গিয়ে দেখা যায়। মোটা চালের আগে ১৯শত টাকা বস্তা হলও এখন বিক্রি হচ্ছে ১৭শত টাকা। চিকোন চাল ২৮শত টাকা বস্তা বিক্রি হলেও এখন ২৬শত ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মোটা-চিকন মিলে প্রতিমণ চাল বিক্রি হচ্ছে ২শত থেকে আড়াইশত টাকা করে কম।


ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার ধান নষ্ট না হওয়ায় কৃষকেরা মজুদ করে রেখেছে বেশি দাম পাওয়ার আশায়। চালের বেচাকেনা খুবই কম। আশা করা যায়, সময় বাড়ার সাথে সাথে চালের দাম ও ধানের দামের মত বাড়বে।


সিন্ডিকেটের বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।


মোকামে ধান নিয়ে আসা কৃষক ও ব্যাপারীরা ন্যায্য মূল পাবেন এমনটাই প্রত্যাশা।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com