
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের মূলহোতা রাকিবসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
২৪ মে, শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মূলহোতা রাকিব হোসেন (২০), ইয়াছিন (২০), সজিব (২৮), রায়হান ওরফে হৃদয় (২৮), আকাশ মাঝি (১৯), সজিব (১৯),রাব্বি হোসেন (২৬), মোস্তাকিম (২৮), মো. রাহাদ (২৭), শান্ত আহমেদ (২৫) ও আলী (২৫)।
এসময় তাদের কাছ থেকে ১ টি ছোরা, ১টি রামদা, ১টি হাসুয়া, ২টি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়।
তিনি জানান, রাতে খবর আসে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল এর ছাদের উপর কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাতদলের সদস্যরা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তারা রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]