এমপি শামীম শাহনেওয়াজের ভাইয়ের প্রার্থিতা বাতিল
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:০৩
এমপি শামীম শাহনেওয়াজের ভাইয়ের প্রার্থিতা বাতিল
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ ছোট ভাই ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব । এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি)তে স্বশরীরের ব্যাখ্যা দিতে এসে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আনারশ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ।


রিয়াজ উদ্দিন আহমেদ জেলার মঠবাড়িয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পিরোজপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ছোট ভাই।


জানা যায়, এর আগে সোমবার (২০ মে) নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদকে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।


এতে আরো বলা হয় বলা হয়, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী আচরণবিধি অমান্য করার জবাব সন্তোষজনক না হওয়ায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না তা জানতে চেয়ে আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।


১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৭৯৫ যার মধ্যে ১ লক্ষ ১৫ হাজার ৭৬জন আর নারী ১ লক্ষ ১১ হাজার ৭১৮ জন।


জেলার সব চেয়ে বড় এই উপজেলায় তৃতীয় ধাপে মঠবাড়িয়া আগামী ২৯ মে ইভিএম ভোট গ্রহনের কথা রয়েছে। এতে বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ছাড়া ও সাবেক ছাত্রলীগ নেতা এড বায়েজিদ হোসেন খান দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বদ্ধীতা করছেন।


এর আগে, গত ১৩ মে তৃতীয় ধাপে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়। ইসির পক্ষ থেকে এ দিন প্রার্থীদের সব ধরনের সভা সমাবেশ করতে নিষেধ করা হয়। কিন্তু রিয়াজের বড় ভাই বর্তমান সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ ও ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ক্ষমতার প্রভাব দেখিয়ে কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


স্থানীয়দের অভিযোগ, প্রতীক পেয়ে বড় বড় লাঠির মাথায় আনারস বেঁধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়।


এ ছাড়া বিভিন্ন নির্বাচনী উঠান বৈঠকে আশরাফুর রহমান হুমকি দিয়ে বলেন, নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকতে এবং আঘাত এলে পাল্টা আঘাত করার নির্দেশ দেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে নেতাকর্মীদের আশ্বস্ত করেন, আমি আশরাফুর রহমান আপনাদের পাশে থেকে প্রতিরোধ গড়ে তুলব। কেউ ঠেকাতে পারবে না।


এরপরই ইসি চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সহকারী রিটানিং অফিসারের কাছে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দাখিল করতে বলে।


পর দিন ১৪ মে আচরণবিধি ভঙ্গের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেন চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন। সেখানে তিনি তার কিছু অতি উৎসাহী কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনমূলক কর্মকাণ্ড সংগঠিত করার কারনে দু:খ প্রকাশ করেন।


এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের মুঠো ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেন নাই।



বিবার্তা/তাওহিদুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com