
সুনামগঞ্জের মধ্যনগরে এক কেজি গাঁজাসহ মো. সুলতান মিয়া (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ মে, বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মধ্যনগর বাজারের কাঠপট্টি এলাকার পাশে উব্দাখালী নদীর পাড়ে গাঁজা কেনাবেচার সময় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মো. সুলতান উপজেলার খালিসাকান্দা গ্রামের মৃত হাবিজ মিয়ার পুত্র।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, সুলতান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে পূর্বের আরও ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]