
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী মেরিন ড্রাইভ সড়কের মেম্বারঘাটা এলাকায় সমুদ্রের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক নারীর মরদেহ। মরদেহটি পুলিশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
২২ মে, বুধবার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা মনসুর আলী বলেন, মানুষজন জড়ো হতে দেখে সেখানে গিয়ে দেখলাম সমুদ্রের পানিতে উঠানামা করছে একজনের মরদেহ। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহটি একজন নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]