
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
২৩ মে, বৃহস্পতিবার সকালে উপজেলা চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, এই জমিটি নিয়ে দীর্ঘদিন বিরোধ থাকায় কয়েকবার থানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালিশবৈঠক করা হয়। শালিশদারদের অমান্য করে উভয় গ্রুপের মধ্যে চলছে জমি দখলের চেষ্টা।
২৩ মে, বৃহস্পতিবার সকালে মো. হারুন হাং ও ইলিয়াছ হোসেনের লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করেন। তখন উভয় মধ্যে উত্তোজিত হয়ে সংঘর্ষে সৃষ্টি হয়। সংঘর্ষে ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন হাং, ব্যবসায়ী ইলিয়াছ হোসেন, নাঈম, সজিব অপর পক্ষের সফিজ উদ্দিন, রানী বেগম, আয়শা বেগম, শিমুল বেগম গুরুত্বর আহত হয়।
আহতদের পিরোজপুর সদর ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ভিত্তিতে পুলিশে অভিযান চালিয়ে মো. আব্বাসকে আটক করা হয়।
ইন্দুরকানী অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। অভিযোগ ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/রেজা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]