
১৯৭১ সালে ২৩ মে পাকিস্তানি সেনারা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় গণহত্যা চালায়। এ সময় পাক-সেনারা ইতনা গ্রামে ৩৯ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
২৩ মে, বৃহস্পতিবার ওই শহিদদের স্মরণে ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা দিনব্যাপী নানা কর্মসূচির পালন করেছে।
এদিন দুপুরে শিক্ষক হলরুমে ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার এর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহাবুবুর রহমান প্রমুখ।
পরে শহিদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা আমির হোসেন।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]