
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ মে, বুধবার বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুভ্রত চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যার ভাস্কর্যের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তরপাড়া গ্রামের জিতু মিয়ার ছেলে আল-আমিন (২২) ও জাফর আলীর ছেলে সুমন মিয়া (২৭)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জের চুনারুঘাট মাদকের চালান আসার খবর পেয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এবং এক আসামি পালিয়ে গেছে। পলাতক ও আটক ৩ জনের নামে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রিয়ন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]