
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তিল’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে, বৃহস্পতিবার বেলা ১২ টায় নবাবপুর ইউনিয়নের বকশিয়া বাড়িতে ২০২৩-২০২৪ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. এনামুল কবির, ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার মো. জহিরুল ইসলাম, গ্রিন অ্যাগ্রো প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোর্শেদ আলম ও প্রডাকশন ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রমুখ।
মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শামীম আশরাফ।
মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নে ৭০ হেক্টর জমিতে তিল চাষ করেছে চাষিরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়।
এসময় স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]