উপজেলা পরিষদ নির্বাচন
নড়াইল সদর ও লোহাগড়া কেন্দ্রগুলোয় নির্বাচনি সরঞ্জাম বিতরণ
প্রকাশ : ২০ মে ২০২৪, ১৬:৪৪
নড়াইল সদর ও লোহাগড়া কেন্দ্রগুলোয় নির্বাচনি সরঞ্জাম বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।


২০ মে, সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদর উপজেলার ব্যালট বাক্স,ব্যাগ ও গালা সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল।


৪টি স্টল করে নড়াইল সদর কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শামীম আহমদ সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদরের ভোটার সংখ্যা ২লাখ ৪৭ হাজার ৭ শত ৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১শত ২৯ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৬৩০ জন। ভোট কেন্দ্র ১০০টি।


অপরদিকে লোহাগড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৭৬ জন, মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১৭৫ জন। ভোট কেন্দ্র ৯৭টি।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com