কুষ্টিয়ায় ৪ উপজেলায় ভোট: কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, ব্যালট পেপার যাবে কাল সকালে
প্রকাশ : ২০ মে ২০২৪, ১৪:৪৩
কুষ্টিয়ায় ৪ উপজেলায় ভোট: কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, ব্যালট পেপার যাবে কাল সকালে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার (২১মে) কুষ্টিয়ার ৪ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।


২০ মে, সোমবার দুপুর ১টার পর কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।


কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।


নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন
প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এরমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল জানান, নির্বাচনের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ দুুপুর ১.৩০টা থেকে কেন্দ্রগুলিতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। তবে ব্যালট পেপার পাঠানো হবে আগামীকাল ভোটের দিন সকালে।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে দৌলতপুরে ১৪জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েনসহ সব ধরনের প্রস্ততি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com